স্বামী স্ত্রী
কথোপকথন
By Golam
Kabir
স্বামী- তোমার জন্য আমি নদীতেও ঝাঁপ
দিতে পারি।
পাশের ঘর থেকে বাবা বলেন
------- বাপজান, তুমিতো সাঁতার জানো না। কোমরে একটা দড়ি বেঁধে নিও।
.....................................................................................................
এক সিনেমা হলে স্বামী স্ত্রী বসে সারাক্কখন বকে যাচ্ছে। পিছনের সারির এক ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন আপনারা একটু চুপ করুন। আমি কিছুই বুঝতে পাচ্ছিনা।
স্বামী- আমাদের দাম্পত্য জীবনের কথা আপনাকে কে শুনতে বলেছে।
.....................................................................................................
এক ভদ্রলোক চুল কাটাতে গিয়েছিল।
নাপিত- স্যার আপনার চুল তো সব অকালে পড়ে যাচ্ছে
কিছু ব্যবস্থা নিচ্ছেন না কেন?
ভদ্রলোক- ব্যবস্থা তো নিচ্ছি। আগামী মাসেই আমাদের বিবাহ বিচ্ছেদ হবে
.....................................................................................................
অফিস থেকে ফিরেঃ-
স্বামীঃ একটা মজার ব্যাপার শুনে যাও।
স্ত্রীঃ কি হয়েছে?
স্বামীঃ আজ আফিস থেকে যেই বের হয়েছি দেখি শেষ বাসটা বেরিয়ে গেলো। আমিও বাসটা ধরার জন্য ওটার পিছনে ছুটতে ছুটতে দেখি বাড়ি এসে গেলাম। আজকের বাস ভাড়ার একটা টাকা তো বেঁচে গেল।
স্ত্রীঃ এ জন্যই বলি তোমার মত বোকা আর নাই।
স্বামীঃ কেন কেন?
স্ত্রীঃ কেন, ট্যক্সির পিছনে ছুটতে পারিলেনা।
পাশের ঘর থেকে বাবা বলেন
------- বাপজান, তুমিতো সাঁতার জানো না। কোমরে একটা দড়ি বেঁধে নিও।
.....................................................................................................
এক সিনেমা হলে স্বামী স্ত্রী বসে সারাক্কখন বকে যাচ্ছে। পিছনের সারির এক ভদ্রলোক বিরক্ত হয়ে বললেন আপনারা একটু চুপ করুন। আমি কিছুই বুঝতে পাচ্ছিনা।
স্বামী- আমাদের দাম্পত্য জীবনের কথা আপনাকে কে শুনতে বলেছে।
.....................................................................................................
এক ভদ্রলোক চুল কাটাতে গিয়েছিল।
নাপিত- স্যার আপনার চুল তো সব অকালে পড়ে যাচ্ছে
কিছু ব্যবস্থা নিচ্ছেন না কেন?
ভদ্রলোক- ব্যবস্থা তো নিচ্ছি। আগামী মাসেই আমাদের বিবাহ বিচ্ছেদ হবে
.....................................................................................................
অফিস থেকে ফিরেঃ-
স্বামীঃ একটা মজার ব্যাপার শুনে যাও।
স্ত্রীঃ কি হয়েছে?
স্বামীঃ আজ আফিস থেকে যেই বের হয়েছি দেখি শেষ বাসটা বেরিয়ে গেলো। আমিও বাসটা ধরার জন্য ওটার পিছনে ছুটতে ছুটতে দেখি বাড়ি এসে গেলাম। আজকের বাস ভাড়ার একটা টাকা তো বেঁচে গেল।
স্ত্রীঃ এ জন্যই বলি তোমার মত বোকা আর নাই।
স্বামীঃ কেন কেন?
স্ত্রীঃ কেন, ট্যক্সির পিছনে ছুটতে পারিলেনা।
Jokes -2
রিয়াদ সাহেবের
কান দুটি কাটা পড়েছে বহু আগে। টিভিতে খবরের জন্যে একজন রিপোর্টার খুঁজছেন তিনি।
ইন্টারভিউ বোর্ডে প্রথম প্রার্থীকে জিজ্ঞেস করলেন তিনি, ‘দেখুন, এ পেশায় খুব মনোযোগী হতে হয়, অনেক সূক্ষ্ম ব্যাপার খেয়ালে রাখতে হয়। আপনি কি আমার সম্পর্কে এমন কিছু খেয়াল করতে পারছেন?’
প্রার্থী একগাল হেসে বললো, ‘নিশ্চয়ই স্যার। আপনার তো দুটা কানই কাটা!’
রিয়াদ সাহেব গর্জে উঠলেন, ‘বেরো এখান থেকে, ব্যাটা নচ্ছাড়!’
দ্বিতীয় প্রার্থীকেও একই প্রশ্ন করলেন তিনি। ‘দেখুন, এ পেশায় খুব মনোযোগী হতে হয়, অনেক সূক্ষ্ম ব্যাপার খেয়ালে রাখতে হয়। তা, আপনি কি আমার সম্পর্কে এমন কিছু খেয়াল করতে পারছেন?’
দ্বিতীয় প্রার্থী খানিকক্ষণ চেয়ে থেকে বললো, ‘জ্বি স্যার। আপনার তো দুটা কানই কাটা!’
রিয়াদ সাহেব গর্জে উঠলেন, ‘বেরো এখান থেকে, ব্যাটা ফাজিল!’
তৃতীয় প্রার্থীকেও একই প্রশ্ন করলেন তিনি। ‘দেখুন, এ পেশায় খুব মনোযোগী হতে হয়, অনেক সূক্ষ্ম ব্যাপার খেয়ালে রাখতে হয়। আপনি কি আমার সম্পর্কে এমন কিছু খেয়াল করতে পারছেন?’
এবার প্রার্থী বললো, ‘জ্বি স্যার। আপনি কন্ট্যাক্ট লেন্স পরে আছেন।’
রিয়াদ সাহেব খুশি হয়ে বললেন, ‘বাহ, আপনি তো বেশ --- তা কিভাবে বুঝলেন?’
‘সোজা। আপনি চশমা পরবেন কিভাবে, আপনার তো দুটা কানই কাটা!
ইন্টারভিউ বোর্ডে প্রথম প্রার্থীকে জিজ্ঞেস করলেন তিনি, ‘দেখুন, এ পেশায় খুব মনোযোগী হতে হয়, অনেক সূক্ষ্ম ব্যাপার খেয়ালে রাখতে হয়। আপনি কি আমার সম্পর্কে এমন কিছু খেয়াল করতে পারছেন?’
প্রার্থী একগাল হেসে বললো, ‘নিশ্চয়ই স্যার। আপনার তো দুটা কানই কাটা!’
রিয়াদ সাহেব গর্জে উঠলেন, ‘বেরো এখান থেকে, ব্যাটা নচ্ছাড়!’
দ্বিতীয় প্রার্থীকেও একই প্রশ্ন করলেন তিনি। ‘দেখুন, এ পেশায় খুব মনোযোগী হতে হয়, অনেক সূক্ষ্ম ব্যাপার খেয়ালে রাখতে হয়। তা, আপনি কি আমার সম্পর্কে এমন কিছু খেয়াল করতে পারছেন?’
দ্বিতীয় প্রার্থী খানিকক্ষণ চেয়ে থেকে বললো, ‘জ্বি স্যার। আপনার তো দুটা কানই কাটা!’
রিয়াদ সাহেব গর্জে উঠলেন, ‘বেরো এখান থেকে, ব্যাটা ফাজিল!’
তৃতীয় প্রার্থীকেও একই প্রশ্ন করলেন তিনি। ‘দেখুন, এ পেশায় খুব মনোযোগী হতে হয়, অনেক সূক্ষ্ম ব্যাপার খেয়ালে রাখতে হয়। আপনি কি আমার সম্পর্কে এমন কিছু খেয়াল করতে পারছেন?’
এবার প্রার্থী বললো, ‘জ্বি স্যার। আপনি কন্ট্যাক্ট লেন্স পরে আছেন।’
রিয়াদ সাহেব খুশি হয়ে বললেন, ‘বাহ, আপনি তো বেশ --- তা কিভাবে বুঝলেন?’
‘সোজা। আপনি চশমা পরবেন কিভাবে, আপনার তো দুটা কানই কাটা!
No comments:
Post a Comment